No icon

"নারায়ণগঞ্জে আটকরা নব্য জেএমবির সদস্য"

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে আটক রুমী মূলত নব্য জেএমবির সদস্য। সাম্প্রতিক সময়ে ঢাকার ৫টি হামলা ও হামলাচেষ্টার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।
তিনি বলেন, এ বাড়িটিতে বিস্ফোরণ ও বোমা তৈরির কিছু সরঞ্জাম রয়েছে, যা বিগত সময়ে ঢাকায় যেসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেগুলোর সঙ্গে মিল রয়েছে।

অভিযান এখনও শেষ হয়নি পরে আরও বিস্তারিত জানানো হয়েছে বলে জানান মনিরুল।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অবস্থিত একটি বাড়িতে অভিযান চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মূলত এ বাড়িতে তারা ছিলেন না। পাশের একটি বাসা থেকে রুমী নামে একজনকে আটক করা হয়েছে। আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ঢাকার বড় বড় হামলার সাথে তার যোগসূত্র রয়েছে।

Comment As:

Comment (0)