No icon

পানিতে ভাসছে স্ত্রী, গাছে ঝুলছে স্বামীর লাশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে স্বামী ইমান আলী (৪৫) ও স্ত্রী আকলিমা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন জানান, স্বামী ইমান আলীর লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলছিল। আর তার স্ত্রী আকলিমা বেগমের লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 
তিনি আরও জানান, ইমান আলী কিছুটা ভারসাম্যহীন। তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া বিবাধ হতো। 

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ দু'টি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

Comment As:

Comment (0)