No icon

জুড়ীর নতুন ইউএনও'র সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আল-ইমরান রুহুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ জুন) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের প্রথম দিনেই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এঁর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ এ সভায় উপস্থিত ছিলেন ।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমূখ। এ সভায় জুড়ী উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলায় রূপ দিতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। 


সাইফুল ইসলাম সুমন
মৌলভীবাজার

Comment As:

Comment (0)