No icon

নিহত ৩জনের ময়নাতদন্ত সম্পন্ন- থানায় মামলা দায়ের

নিহত ৩জনের ময়নাতদন্ত সম্পন্ন- থানায় মামলা দায়ের

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহত ৩জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ময়নাতদন্ত করা হয়। পরে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সকালে দীঘিনালা থেকে নিরাপত্তা বাহিনীর প্রহরায় মরদেহগুলো হাসপাতালে আনা হয়। এদিকে নিহতদের মধ্যে নবীন জ্যোতি চাকমা(৩৮)র মরদেহ পানছড়িতে এবং ভূজেন্দ্র চাকমা(৫০) ও রুচিল চাকমা ওরফে রাসেল(২৬)’র মরদেহ দীঘিনালায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিকভাবে তাদের দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে এই ঘটনায় দীঘিনালা থানায় গতকাল রাতে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দীঘিনালা থানার এসআই পিজুস কান্তি দে বাদী হয়ে সংগঠিত হত্যাকান্ডের ঘটনায় একটি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অপর একটি মামলা করেন। দুটি মামলাতে ৬/৭জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার সকালে দীঘিনালার বরাদম এলাকায় সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ৩জন নিহত হয়। নিহতরা প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্য বলে জানিয়েছে সংগঠনটি।


বিপ্লব  তালুকদার
খাগড়াছড়ি

Comment As:

Comment (0)