No icon

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যবার্ষিকী পালিত

কুমিল্লা: নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যবার্ষিকী পালন করা হয়েছে।
সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অবস্থিত চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তব অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, শিল্পকলা একাডেমী, জেলা কালচারাল কমপ্লেক্স, নজরুল পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠনসমূহ।
পরে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার আয়োজনে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাকংন, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও কবি নজরুলের জীবন কর্মের উপর কুইজ প্রতিযোগিতা  ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কবি পিয়াস মজিদ। অনুষ্ঠানে পরিচালনা করেন কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক আল আমিন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

 

Comment As:

Comment (0)