No icon

অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর খুব কমই পাওয়া যায়। এবার সে রকমটাই ঘটলো। বন্ধু জর্জ পানায়িয়োটউ এর সঙ্গে এখনো সংসার পাতেননি বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। আগামী কয়েকদিনের মধ্যেই বন্ধুর সঙ্গে সংসার শুরু করার কথা ছিলো তার। কিন্তু তার আসেই আসলো অ্যামি জ্যাকসনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অ্যামি। তা থেকেই একেবারে পরিষ্কার মা হতে চলেছেন এই নায়িকা। সুখবর দেওয়ার পর বলিউড অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেল ভরে ওঠে শুভেচ্ছা বার্তায়। এরপর থেকে অ্যামি জ্যাকসন একের পর এক ছবি প্রকাশ করতে শুরু করেন তার সোশ্যাল সাইটে।=
এবারও তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ বন্ধু জর্জের সঙ্গে এবার সুইমিং পুলে নেমে ছবি প্রকাশ করলেন অ্যামি। বন্ধুর সঙ্গে অ্যামির ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে বলিউড অভিনেত্রীর ওই ছবি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তার ভক্তরা।
এদিকে ‘এক দিওয়ানা থা’, ‘সিং ইস ব্লিং’ এর পর বলিউডে আর কোন সিনেমায় অ্যামি জ্যাকসনকে ভবিষ্যতে দেখা যাবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

Comment As:

Comment (0)